হেসে যা বললেন ‘চিন্তিত’ নিপুণ আক্তার
কঠোর নিরাপত্তায় শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে ভোট শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
আজ রাত ৮টা ২০ মিনিটে ভোট গণনা শুরু হয়। কিন্তু তার আগেই অন্তর্জালে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার পরিষদ বিজয়ী হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। সেসব গুজব উড়িয়ে চলছে ভোট গণনা। সিসি ক্যামেরা দিয়ে ভোট গণনার লাইভ দেখানো হচ্ছে এফডিসি চত্বরে।
রাতে কিছুটা চিন্তিত দেখা যায় নিপুণ আক্তারকে। তবে গণমাধ্যমের সামনে ঠিকই হেসে কথা বলেন। ফেসবুকের গুজব প্রসঙ্গ তুললেও হেসে সোজাসাপটা উত্তর দেন। ভক্তদের জন্য শুভকামনা জানান।
আজ রাত পৌনে ১২টার দিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার ফেসবুকের গুজব প্রসঙ্গে হেসে বলেন, ‘আমার বলার কিছু নেই। আমি প্রথম শুনলাম। আমি ২৭০ ভোটে জিতে গিয়েছি, এটা যদি হয়; আমি জানি না কী হবে। আমার বলার কিছু নেই।’
তবে ফেসবুকে গুজব ছড়ানোকে খুব এটা নেতিবাচকভাবে নেননি নিপুণ আক্তার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই আসলে একটা পরিবর্তন চায়। তা না হলে এটা কেন ছড়াবে। নিশ্চয়ই আমাদের কোনও পেজ থেকে, আমাদের কিছু থেকে এটা হচ্ছে না। তার মানে আজকে পাবলিক রিঅ্যাকশনটা এ রকম হবে, আমি আসলে চিন্তাও করিনি।’
ভক্তদের উদ্দেশে নিপুণ আক্তার বলেন, ‘আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন, আমি আসলে জানতাম না। আমি খুবই লাকি যে এ নির্বাচনটা করতে এসেছিলাম। করতে এসে আমি বুঝেছি যে আমাকে সাধারণ জনতা এত ভালোবাসে... একটা সমিতির নির্বাচন নিয়ে যে এত আলোচনা, শুনলে অবাক হবেন, বিভিন্ন মসজিদে... কারওয়ানবাজার, বেগুনবাড়ি; আরও অনেক অনেক জায়গায় আমাদের জন্য দোয়া চাওয়া হচ্ছে। এটা আসলে আল্লাহর অনেক বড় ব্লেসিং। মানুষ তো আসলে এমনি এমনি কাউকে ভালোবাসে না। ভালোবাসার জন্য কিছু ব্লেসিং দরকার হয়। আমার মনে হয়, আল্লাহর অনেক বড় ব্লেসিং, আমার বাবা-মায়ের অনেক বড় ব্লেসিং আমার ওপর আছে।’
জায়েদ খানকে হাসিমুখে দেখা যাচ্ছে, নিপুণ আক্তার চিন্তিত; এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘উনি প্রথম ভোট করছেন, সে কারণে হতে পারে। আমারও প্রথম বার এমন হয়েছিল। আবার যদি উনি জয়লাভ করেন, তাহলে হাসবেন। এটাই তো নিয়ম। দিনশেষে আল্লাহ যাঁকে দেবেন, তিনি হবেন। আমি যদি পরাজিত হই, তবুও হাসব। কারণ, হার-জিৎ নির্বাচনেরই একটা অংশ।’
এবারের নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। তবে ভোট দিয়েছেন ৩৬৫ জন। মোট ৮৫.২৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। ভোট সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন গণনা চলছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।