আমি হারিনি, হেরেছে বাংলাদেশ, আবার ভোট চাই : নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া চিত্রনায়িকা নিপুণ বলেছেন, তিনি হারেননি, হেরেছে গোটা বাংলাদেশ। এ ছাড়া নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচনের জোর দাবি জানিয়েছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নিপুণ অভিযোগ করে বলেন, ‘পীরজাদা হারুন, (প্রধান নির্বাচন কমিশনার) আপনার কী স্বার্থ ছিল, কেন এমন করলেন আমাদের সঙ্গে? ভোটারদের টাকা দেওয়ার বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছি, কিন্তু আপনি পদক্ষেপ নেননি। নিয়ম-কানুন কি কাঞ্চন নিপুন-প্যানেলের জন্য ছিল? নির্বাচন কমিশনার একটি চক্র, এটা জায়েদ খানের চক্র। তার সঙ্গে ছিল এফডিসির এমডিও (নুজহাত ইয়াসমিন)। তারা তিন জন মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমার মনে হয়, এ বিষয়ে তদন্ত করা উচিত।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি পুরো বাংলাদেশ থেকে যে ভোট এনেছি, তা জায়েদ চক্র কখনও করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এফডিসিতে পা ফেলেন! এই চক্রকে না ভাঙলে চলচ্চিত্রের উন্নতি হবে না।’
সংবাদ সম্মেলনে প্রজেক্টরে জায়েদ খানের সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির (যাঁকে স্যার বলে সম্বোধন করছিলেন জায়েদ খান) কথোপকথন পড়ে শোনান নিপুন। যেখানে নির্বাচনকে প্রভাবিত করে এমন চ্যাট (খুদে বার্তা) দেখানো হয়েছে। যদিও এই আলাপ জায়েদ খানের কি না, তা নিশ্চিত হয়নি এনটিভি অনলাইন।
সংবাদ সম্মেলনে আসার আগে বনানী থানায় নিজের জীবনের নিরাপত্তাহীনতার জন্য একটি জিডি এবং জায়েদ খানের চ্যাটের ব্যাপারে পুলিশপ্রধানের কাছে অভিযোগ আকারে দিয়ে এসেছেন বলে জানান এই অভিনেত্রী।
নির্বাচনে নিপুনের প্যানেল থেকে সভাপতি পদে জয়লাভ করেছেন ইলিয়াস কাঞ্চনসহ ১০ জন প্রার্থী। তাই নিপুন চান না পুরো নির্বাচন পুনরায় হোক। জায়েদ খানের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁর পদটি স্থগিত করে এ পদে পুনরায় নির্বাচন করতে চান নিপুন।