হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ইংল্যান্ডকে হারাল ক্যারিবীয়রা
শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছল ২০ রান। বল হাতে এলেন জেসন হোল্ডার। এসেই চমক দেখালেন ক্যারিবীয় তারকা। বল হাতে পরপর চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন হোল্ডার। তাঁর ডাবল হ্যাটট্রিকের দিনে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের পাশাপাশি সিরিজটিও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচ শেষে ২-২ সমতায় থাকা সিরিজের শেষ টি-টোয়েন্টি জিতে ৩-২ ব্যবধানে জিতল ক্যারিবীয়রা।
ডাবল হ্যাটট্রিকসহ ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন হোল্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি। হোল্ডারের আগে এ কীর্তি আছে লাসিথ মালিঙ্গা, রশিদ খান ও কার্টিস ক্যাম্পারের। ২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচেসেরা হয়েছেন হোল্ডার। শুধু তাই নয়, এ সিরিজে মোট ১৫ উইকেট নেন তিনি, দ্বিপক্ষীয় সিরিজে যা বিশ্বরেকর্ড। এমন দারুণ পারফরম্যান্সে সিরিজসেরাও হয়েছেন তিনি। হোল্ডারের সঙ্গে বাঁহাতি স্পিনার আকিল হোসেন নিয়েছেন ৪ উইকেট।
গতকাল রোববার বারবাডোজে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭৯ রান। জবাব দিতে নেমে লড়াই জমিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৬২ রানে থামে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৭৯/৪ (কিং ৩৪, মেয়ার্স ৩১, শেফার্ড ৬, পুরান ২১, পোলার্ড ৪১*, পাওয়েল ৩৭*; টপলি ৪-০-৪৩-০, সাকিব ২-০-২৭-০, মইন ৩-০-২০-০, জর্ডান ৪-০-৫২-০, রশিদ ৪-০-১৭-২, লিভিংস্টোন ৩-০-১৭-২)।
ইংল্যান্ড : ১৯.৫ ওভারে ১৬২ (রয় ৮, ব্যান্টন ১৬, ভিন্স ৫৫, মইন ১৪, লিভিংস্টোন ৬, বিলিংস ৪১, সল্ট ৩, জর্ডান ৭, রশিদ ০, সাকিব ০, টপলি ০*; আকিল ৪-০-৩০-৪, হোল্ডার ২.৫-০-২৭-৫, কটরেল ৩-০-২১-০, স্মিথ ৪-০-৪১-১, পোলার্ড ২-০-১৫-০, শেফার্ড ১-০-৭-, অ্যালেন ২-০-১৭-০)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জেসন হোল্ডার।
ম্যান অব দ্য সিরিজ : জেসন হোল্ডার।