বয়স ৪২, ইমরান তাহির এখনো বিশ্বকাপ খেলতে আগ্রহী
২০১৯ সালের পর থেকে জাতীয় দলের বাইরে ইমরান তাহির। জায়গা হয়নি গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সে তিনি এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে খেলতে চান। বয়স ৪২, এখনো জাতীয় দলের হয়ে খেলতে নিজেকে যথেষ্ট ফিট মনে করেন তাহির।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলছেন তাহির। সেখানে নিজের পারফরম্যান্স নিয়ে তাহির বলেন, ‘আমি এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য যথেষ্ট ফিট। আশা করি নির্বাচকরা আমার পারফরম্যান্স বিবেচনা করবেন। আমি নিশ্চিত যে তারা আমাকে যোগ্য মনে করবেন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইমরান তাহিরের রেকর্ড অনবদ্য। প্রোটিয়াদের হয়ে ১৫.০৪ গড়ে ৩৮টি ম্যাচে ৬৮ উইকেট নিয়েছেন তিনি।
পাকিস্তানের জিও নিউজের খবরে জানা গেছে, পিএসএলে করাচি কিংসের বিপক্ষে চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বল করেছেন ইমরান তাহির। সে ম্যাচে ৪ ওভার বল করে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন। শনিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে মাত্র একটি উইকেট পেলেও তাঁর দল জিতেছে।
এ প্রসঙ্গে প্রোটিয়া স্পিনার বলেন, ‘আমরা ভালো শুরু করেছি। সবার পরিশ্রম কারছেন। আশা করছি, টুর্নামেন্টে এই ধারা অব্যাহত রাখতে পারব।’
পাকিস্তানে জন্ম নেওয়া এই স্পিনার এ বছর শেষের দিকে বিশ্বকাপে খেলতে পারেন কি না সেটাই দেখার।