ভৈরবে দুর্বৃত্তদের হামলায় মসজিদের নৈশপ্রহরীর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন একটি মসজিদের নৈশপ্রহরী কামাল মিয়াকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
নিহত কামাল মিয়া পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি তিন মেয়ে ও দুই ছেলের বাবা এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।
আজ বুধবার ভোররাতে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার নির্মাণাধীন মসজিদটির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি শনিবার পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় ভৈরবপুরের মাদক ব্যবসায়ী উমান মিয়া ও ঘোড়াকান্দার বাসিন্দা ছাত্তার মিয়ার বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে আজ ভোররাতে উমান মিয়ার লোকজন সাত্তার মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের লোকজনের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের পর উমান মিয়ার লোকজন ফেরার পথে ওই এলাকায় নির্মাণাধীন মসজিদের নৈশপ্রহরী কামাল মিয়াকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
নিহত কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, তার বড় ভাই মসজিদের নৈশপ্রহরীর দায়িত্ব পালনের সময় একদল মাদক ব্যবসায়ী মাথায় ও পিঠে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, সন্ত্রাসীদের হামলায় মসজিদের নৈশপ্রহরী হত্যার ঘটনাটি অবগত হয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে কাজ করছে।