নিপুণের অভিযোগ মন্ত্রণালয়ে, বাতিল হতে পারে জায়েদের পদ?
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার ভোট কেনার অভিযোগ এনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচনের আপিল বোর্ডের কাছে আবেদন করেছেন।
আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সেই অভিযোগ আমলে নিয়ে দিকনির্দেশনা চেয়ে বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনি আপিল বোর্ড চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত, বর্ণিত প্রার্থীদ্বয়ের বিষয়ে প্রাপ্ত অভিযোগগুলো আমলে নিয়ে নির্বাচনি আচরণবিধি মতে ব্যবস্থা গ্রহণ করে নিবন্ধনকারী কর্তৃপক্ষকে অবহিত করার।
এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের ভাষ্য, আপিল বিভাগের পুনর্গণনা শেষে নিপুণ তাঁর পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে গেছেন। নির্ধারিত সময়ের পরে এ আবেদন মন্ত্রণালয়ে যেতে পারে না। এটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় হয়েছে।
যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।