রাজধানীর বনশ্রীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর রামপুরার বনশ্রীতে আবু নাছের পাটোয়ারী (৩৮) নামের এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে তেলের লরির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে রামপুরা থানার উপপরিদর্শক শাহরিয়ার হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
শাহরিয়ার হোসেন বলেন, ‘ভোরে মেরাদিয়ার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বের হন আবু নাছের। তিনি কর্মস্থলে যাওয়ার পথে লরিচাপায় পিষ্ট হন। লরিটি তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।’
মুমূর্ষু অবস্থায় আবু নাছেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান শাহরিয়ার হোসেন।
শাহরিয়ার হোসেন আরও বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। চালক নুরুল ইসলাম (৪২) ও তাঁর সহকারী ইমরানকে (২২) আটক করা হয়েছে।’
পুলিশ জানায়, নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। ঢাকায় তিনি খিলগাঁও মেরাদিয়া লালমিয়ার গলিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি গুলশানে চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।