শিশুর প্রস্রাবে সমস্যা, প্রতিকার কী
শিশু থেকে বৃদ্ধ, অনেকেই মূত্রথলি ও এ সংক্রান্ত নানান সমস্যায় ভোগেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন আজগর আলি হাসপাতালের ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট অধ্যাপক ডা. জাহিদ হাসান ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জাহিদ হাসান ভুঁইয়া বলেন, অনেকের শিশুর ইউরোলজি সম্পর্কে সম্যক ধারণা নেই। এমনকি আমাদের কলিগ, অনেক ডাক্তারেরও সে সম্পর্কে ধারণা নেই। এ জন্য সাধারণত কোনও সমস্যা হয়ে শিশু ডাক্তারের কাছে যান। শিশু ডাক্তারেরা ওষুধ দিয়ে যে চিকিৎসা করা সম্ভব, সে ক্ষেত্রে তাঁরা চিকিৎসা করেন। আর সার্জিক্যাল যদি প্রসিডিউরের প্রয়োজন হয় বা অপারেশন, তাহলে সাধারণত তাঁরা আমাদের কাছে রেফার করে দেন।
কোন সমস্যাকে ইউরোলজিক্যাল সমস্যা ভাবতে হবে, সঞ্চালকের এই প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জাহিদ হাসান ভুঁইয়া বলেন, শিশুর মা সেরা অভিভাবক। সে জন্য শিশুর সব ধরনের চলাফেরা উনি লক্ষ করে থাকেন। শিশুদের প্রধান যে সমস্যা মা লক্ষ করেন, তা হলো প্রস্রাবের গতি। প্রস্রাবের গতি যদি খুব ক্ষীণ হয় অথবা প্রস্রাবের ফ্লো যদি ঠিকমতো না হয় অথবা প্রস্রাব করতে গেলে ছেলেশিশুদের যদি লিঙ্গের মাথাটা ফুলে যায় অথবা প্রস্রাব করতে কষ্ট হয় অথবা প্রস্রাবের সাথে রক্ত যায় অথবা জ্বালাপোড়া করে অথবা বিশেষ করে মেয়েদের জ্বালাপোড়া করে অথবা প্রস্রাব করতে কষ্ট হয়, বার বার প্রস্রাব করতে যায়। কখনও কখনও তাদের কাপড় ভিজে যায়। অনেক সময় রাতে বিছানায় প্রস্রাব করে দেয়। এমন বহুবিধ কারণেই পরামর্শ নিতে আসেন।
শিশুর মূত্রসমস্যা সংক্রান্ত সমস্যা ও এর প্রতিকার জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।