পশুর নদীতে নৌকাডুবির ৮ দিন পর জেলের লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে নৌকাডুবির আট দিন পর নিখোঁজ জেলে বিধান হালদারের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়মনির ঘোল এলাকার চর থেকে আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মোংলা থানার উপপরিদর্শক আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিধান হালদার মোংলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের দাসেরখণ্ড এলাকার বাসিন্দা।
চিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শান্ত ডাকুয়া, স্থানীয় বাসিন্দা ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দাসেরখণ্ড এলাকার বিধান হালদার ও কালিকাবাড়ী এলাকার বিপ্র পোদ্দার (২৩) গত ২৮ জানুয়ারি রাতে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই রাতেই পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় বয়ার সঙ্গে ধাক্কা লেগে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় বিপ্র পোদ্দার সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন বিধান।
ঘটনার আট দিন পর আজ পশুর নদীর জয়মনির ঘোল এলাকার চরে বিধানের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দিলে আজ সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।