আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাফুফের বিরুদ্ধে বসুন্ধরার অভিযোগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনিয়মের শেষ নেই। নিজেদের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে ক্লাবগুলোর ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে পুরোনো। এবার এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস।
দেশের ফুটবলে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ রবিবার সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কোর্ট অব আরব্রিটেশবন স্পোর্টসে (সিএএস) হাজির বসুন্ধরা কিংস। এর আগেই অবশ্য ফিফা ও এএফসির নিকট নিজেদের অভিযোগগুলো জানিয়েছে বসুন্ধরা কিংস।
সম্প্রতি ক্লাবটির হোম ভেন্যু নিয়ে বাফুফের সঙ্গে দ্বন্দ্ব চলছে কিংসদের। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু করা হয় নবনির্মিত বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সকে। বাফুফেও প্রথমে বসুন্ধরা কমপ্লেক্সকে হোম ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এরপর আবার কোনো কারণ ছাড়াই শেষ মুহূর্তে কিংসের ভেন্যু বাতিল করে লিগ কমিটি ও বাফুফে। ফিফার নিয়মের তোয়াক্কা না করেই ভেন্যুটি বাতিল করে দেয় বাফুফে।
এ ছাড়া কিছুদিন আগে ঘাসের মাঠে টুর্নামেন্ট আয়োজন না করে অযোগ্য টার্ফে খেলা চালিয়েছে বাফুফে। এতে ইনজুরিতে পড়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। স্বাধীনতা কাপে এই টার্ফেই খেলেছিল কিংস; কিন্তু ফেডারেশন কাপে এই মাঠে তারা খেলতে রাজি হয়নি। সবমিলিয়ে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।
এ ব্যাপারে বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়ক এনটিভিকে বলেন, ‘সম্প্রতি যতগুলো বিষয় আমরা দেখেছি, সেগুলো নিয়ে আমরা জানাচ্ছি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কোর্ট অব আরব্রিটেশবন স্পোর্টসে। এখানে সবাই সরাসরি আপিল করতে পারে। এখন শাস্তি কি হবে এটা নির্ভর করবে তাদের রায়ের ওপর। আমরা মনে করি, বাফুফেকে এবং ক্লাবগুলোকে ফিফার সব নিয়ম মেনে চলা উচিত।’