লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত কোহলিরা
গত কয়েক দশক ধরে ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়ায় বেঁধে রেখেছিলেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। আজ শনিবার সকালে এই সুরের মায়া ত্যাগ করে বিদায় নিলেন তিনি। আজ সকাল ৮টা ১২ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ভারতের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে। এই শোক স্পর্শ করেছে ভারতীয় ক্রিকেট মহলকেও। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে মুহ্যমান ভারতীয় ক্রিকেট।
শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘লতাজির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তাঁর সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।’
দেশটির সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘ভারতের গানের পাখি, যাঁর গান আমাদের মধ্যে ধ্বনিত হয়েছে, কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর পরিবার ও ভক্তদের সহমর্মিতা জানাই।’
আরেক সাবেক তারকা অনিল কুম্বলে লিখেছেন, ‘লতাজির কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।’ গৌতম গম্ভীর লিখেছেন, ‘কিংবদন্তিরা অমর হয়ে থাকেন। তাঁর মতো কেউ হবে না!’
ভিভিএস লক্ষণের লিখেছেন, ‘ভারতরত্ন লতা মঙ্গেশকর দিদির বিদায়ের খবরে মর্মাহত। তাঁর আওয়াজ ও গান, অমর হয়ে রইবে। তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘গভীর মর্মবেদনা ও যন্ত্রণার মধ্যে আছি। ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সব গান আর স্মৃতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ সে সবকিছুর জন্য, যার কারণে আমরা ভারতীয় হিসেবে গর্বিত হয়েছি বারবার।’
ভারতের নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজ লিখেছেন, ‘ভারতের গানের পাখি লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাঁর কণ্ঠস্বর আমাদের সবার মধ্যে চিরঞ্জীব হয়ে রইবে।’
বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘গভীর মর্মবেদনা ও যন্ত্রণার মধ্যে আছি। ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সব গান আর স্মৃতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ সে সবকিছুর জন্য, যার কারণে আমরা ভারতীয় হিসেবে গর্বিত হয়েছি বারবার।’