বিএনপিকে পথের কাঁটা মনে করে সরকার : রিজভী
বিএনপিকে পথের কাঁটা মনে করে সরকার, এ জন্য বিএনপিকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় সে কাজ করছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যে কর্মসূচি গ্রহণ করুক না কেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ছুটে আসে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, আজ বিনা উস্কানিতে সন্ধ্যায় ছাত্রদলের মিছিলে পুলিশ হামলা করেছে। এসবের মূল কারণ হচ্ছে বাংলাদেশ যে পুলিশি রাষ্ট্র সেটা জানান দিতে চায়। মাঝে মাঝে যাতে গোটা বিশ্ব ভুলে না যায় বাংলাদেশ পুলিশি রাষ্ট্র সেটি জানান দিতে বিএনপির কর্মসূচিতে হামলা করে।
বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, আজ দলীয় কার্যালয় থেকে যাওয়ার পথে কোনো কারণ ছাড়া বিএনপির মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
বিএনপির এ নেতা আরও বলেন, তাদের গুম খুন উন্মাদ লীলার কারণে বাংলাদেশ আজ বিশ্ব থেকে বঞ্চিত। পতন জানতে পেরে মরণ কামড় দিচ্ছে বিরোধী দলের ওপর। তার একটি প্রমাণ আজকের এ হামলা। পুলিশ শুধু হামলাই করেনি বিএনপি নেতাকর্মীদের ২০-২৫টি মোটরসাইকেল তুলে নিয়ে গেছে। এটা কেমন অসভ্যতা আমার বুঝে আসে না।