সিডন্সকে দেখে ২০১১ বিশ্বকাপের কষ্ট ভুলে গেলেন মাশরাফী
ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। সেই বিশ্বকাপটিই ছিল মাশরাফী বিন মোর্ত্তজার দুঃস্বপ্নময় অধ্যায়। কারণ দেশের মাটিতে হওয়া ওই বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। দলে সুযোগ না পাওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই অধিনায়ক। ওই কান্না স্পর্শ করেছিল সবাইকে।
ওই সময়ই কোচের ভূমিকায় ছিলেন জেমি সিডন্স। মাশরাফীকে বাদ দেওয়ার পেছনে তাঁর ভূমিকাই বেশি ছিল বলে মনে করা হয়। তবে এতদিন পর সেই সিডন্সকে দেখেই পুরো কষ্ট ভুলে গেলেন মাশরাফী। উল্টো সিডন্সের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন দেশের এই তারকা ক্রিকেটার।
২০১১ বিশ্বকাপে বাংলাদেশের কোচের ভূমিকায় থাকা সিডন্স টুর্নামেন্ট শেষেই চাকরি হারান। এত বছর পর ফের বাংলাদেশের দায়িত্ব নিতে এসেছেন তিনি। এবার বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান কোচ। নতুনভাবে সিডন্সের আগমনকে শুভেচ্ছা জানালেন মাশরাফী।
বিপিএল দেখতে এই মুহূর্তে সিলেটে আছেন সিডন্স। বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলেন মাশরাফী। সিলেটেই হোটেলে দেখা হয় দুজনের। কিন্তু বায়ো-বাবলের কারণে কোচের কাছে যেতে পারেননি মাশরাফী।
সামাজিক দূরত্ব অবলম্বন করে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিডন্সের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার।
মাশরাফী লিখেছেন, ‘২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসব না, তবে তোমার জন্য শুভকামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব, হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি।’
এরপর মাশরাফী লিখেছেন, ‘সামাজিক দুরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশও তোমাকে ভালোবাসে।’