কলিনের তাণ্ডব বিফলে, গেইলের বরিশাল শেষ চারে
যে তণ্ডব শুরু করেছিলেন কলিন ইনগ্রাম, তা দেখে মনে হয়েছিল সহজেই জয় তুলে নেবে সিলেট সানরাইজার্স। ঝলমলে একটি ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়েও গিয়েছিলেন ঠিক, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তীরে এসে তরি ডোবে সিলেটের। স্নায়ুক্ষয়ী ম্যাচে জয় তুলে নেয় গেইল-সাকিবের ফরচুন বরিশাল।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল জিতেছে ১২ রানে। তাই সাকিবের দল সাবার শেষ চারে জায়গা করে নেয়।
বড় লক্ষ্য তাড়ায় সিলেটের খেলোয়াড়রা ছিলেন শুরুতেই মারমুখী। এনামুল, রবি বোপারা ও মিঠুন দ্রুত ফিরে গেলেও কলিন ছিলেন বেশ উজ্জ্বল। তিনি একাই ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন প্রতিপক্ষ বোলাদের ওপর। ৯০ রানের ইনিংসটি খেলতে ১৬টি চার ও একটি ছক্কা মেরেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করলেও অন্যরা পারেননি। তাই সম্ভব হয়নি জয়ের লক্ষ্যে পৌঁছা।
বরিশালের পক্ষে সাকিব, নাজমুল ও ব্রাভো দুটি করে উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তোলা সাকিব বল হাতেও ছিলেন নিয়ন্ত্রিত।
এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে সিলেট অধিনায়ক রবি বোপারা বরিশালকে ব্যাটিংয়ে পাঠায়। তাঁর এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা বোঝা গেছে ম্যাচে। বরিশাল দারুণ শুরু করে। ক্রিস গেইল ৫২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। ৪৫ বলের এই ইনিংসে চারটি চার ও দুটি ছক্কার মার রয়েছে। মুনিম শাহরিয়ার ২৮ বলে ৫১ রান করেন, ছয়টি চার ও তিনটি ছক্কা মারেন।
অধিনায়ক সাকিবও উজ্জ্বল ছিলেন, ১৮ বলে ৩৮ রান করেন দুটি চার ও চার ছক্কায়। ডোয়াইন ব্রাভো মারমুখী ইনিংস খেলেন, ১৩ বলে ৩৪ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৯৯/৪ (২০ ওভার), (গেইল ৫২*, মুনিম ৫১, সাকিব ৩৮, ব্রাভো ৩৪*; অপু ১৪/১, আলাউদ্দিন ২৮/১)।
সিলেট সানরাইজার্স : ১৮৩/৬ (২০ ওভার) (ইনগ্রাম ৯০, সৈকত ৩৪, মিঠুন ১৯, আলাউদ্দিন ১৮*; শান্ত ২/২, সাকিব ২৩/২, ব্রাভো ৪২/২)।
ফল : ফরচুন বরিশাল ১২ রানে জয়ী।