বিএনপির ‘মাদার অব ডেমোক্রেসি’ সনদ হাস্যকর : তথ্যমন্ত্রী
কানাডার সংস্থা থেকে বিএনপি একটি সার্টিফিকেট কিনে এনে সাড়ে তিন বছর পর সেটি গণমাধ্যমকে দেখানোর বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাড়ে তিন বছর পর হঠাৎ ‘মাদার অব ডেমোক্রেসি’ সনদের কথা বলে বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে হাসির পাত্র বানিয়েছেন। এই কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিলেন। সেই কানাডার তথাকথিত সংস্থা থেকে বিএনপি একটি সার্টিফিকেট কিনে এনে সাড়ে তিন বছর পর তা গণমাধ্যম ডেকে বলা হলো।
ড. হাছান মাহমুদ আরও বলেন, “যে ‘অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড জাস্টিস’-এর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে সনদ দেওয়া হয়েছে বলা হচ্ছে, সেই সংস্থাটি বিএনপির পক্ষ হয়ে দেশবিরোধী অপপ্রচার চালানোর জন্য লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছিল। সেখান থেকে বিএনপি একটা সার্টিফিকেট নিয়ে এসেছে, আর এখন সেটি গণমাধ্যমের সামনে দেখান হলো-পুরো বিষয়টিই হাস্যকর।’
এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে আমাদের শিল্পী কলাকুশলীরা স্কলারশিপ নিয়ে ভারতে প্রশিক্ষণ নিতে পারেন, বাংলাদেশি বেসরকারি চ্যানেলগুলো পশ্চিমবাংলায় প্রদর্শনের বিষয়টি কীভাবে সহজ করা যায় এবং আমাদের টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকার কলকাতা প্রতিনিধিরা কীভাবে সেখানে অ্যাক্রেডিটেশন কার্ড পেতে পারেন—সেসব বিষয়েও আলোচনা হয়েছে।