আইপিএলের নিলামে ঝড় তুলতে পারেন ক্যারিবীয় অলরাউন্ডার
আগামী শনিবার-রোববার আইপিএলের মেগা নিলাম। বেঙ্গালুরুতে ৫৯০ ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে এই নিলামে। এদের মধ্যে এক ক্যারিবীয় ক্রিকেটারকে নিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে যুদ্ধ লাগতে পারে। তিনি হলেন, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওডিন স্মিথ।
এক কোটির ভিত্তিমূল্যে থাকা স্মিথ দাম পেতে পারে ৪-৫ কোটি রুপি। এমন ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় সাবেক ওপেনার আকাশ চোপড়া।
গত বুধবার আহমেদাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলেন স্মিথ। অধিনায়ক কিয়েরন পোলার্ডের চোটের কারণে দলে জায়গা পান স্মিথ। ব্যাটে-বলে দারুণ উজ্জ্বলতা ছড়ান তিনি। এক ওভারেই বিরাট কোহলি ও ঋষভ পন্তের উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনে বড় আঘাত হানেন। পরে ব্যাট হাতে দ্রুত ২৪ রানের একটি ইনিংস খেলেন তিনি। শার্দূল ঠাকুররে হাঁকান জোড়া ছক্কাও।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমার মনে হয় স্মিথ এখনই ৪-৫ কোটি রুপির ক্রিকেটার হয়ে গেছেন। আইপিএল নিলামে সব ফ্র্যাঞ্চাইজি ওকে নিতে চাইবে। এক ওভারে পন্ত-কোহলিকে আউট করেছে। ব্যাট হাতে বড় বড় শট নিয়েছে। নিলামে ওর দিকে চোখ থাকবে।’
অন্যদিকে স্মিথ জানিয়েছেন, ‘নিলাম নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি যদি কোনো দলে খেলার সুযোগ পাই, তাহলে ভালোই হবে।’
২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বরকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্মিথ। ধীরে ধীরে উন্নতি করেছেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত দেশের জার্সিতে চারটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ। গতবছর ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। আইপিএলের নিলামে তাঁর ভাগ্যে কী লেখা আছে, সেটাই দেখার।