সেদিন পাঁচ মিনিট পৃথিবীতে ছিলাম না : এরিকসেন
গেল ইউরোর মঞ্চে ফুটবল ভক্তদের মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। সেই মিনিট কয়েক তাঁর সঙ্গে কী হয়েছিল কিছুই এখন মনে নেই তাঁর। পাঁচ মিনিটের জন্য পৃথিবীতেই ছিলেন না বলে মনে হয়েছিল ডেনিস তারকার।
২০২১ সালের ১২ জুন ইউরোর দ্বিতীয় দিন ঘটনাটি ঘটে। ফিনল্যান্ডের বিপক্ষে সেদিন খেলা চলাকালীন হঠাৎ করে মাঠি লুটিয়ে পড়েন ডেনমার্কের এরিকসেন। হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তখন তড়িঘড়ি খেলা বন্ধ করা হয়। মাঠে ডাকা হয় চিকিৎসকদের। দ্রুত শুরু হয় হৃদ্স্পন্দন চালু করার কাজ। মাঠে প্রাথমিক চিকিৎসা না পেলে হয়তো সেদিন আর জীবনে ফেরা হতো না তাঁর। এরিকসনের লুটিয়ে পড়ার মুহূর্তটুকু কাঁদিয়েছিল সারা বিশ্বের হাজারও ফুটবল ভক্তদের। ভক্তদের ভালোবাসায় জীবনে ফিরেছেন এরিকসনেও। এবার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষা ডেনিশ তারকার।
ইউরোর সেই দুঃস্বপ্নের ঘটনা সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুনিয়েছেন এরিকসেন।
স্মৃতিচারণ করে এরিকসেন বলেন, 'ওই পাঁচ মিনিট ছাড়া আমি সবকিছুই মনে করতে পারি। আমাকে পরে বলা হয়েছিল যে এটা পাঁচ মিনিট ছিল। অন্য সবকিছু আমার মনে আছে – থ্রো ইন, বল আমার হাঁটুতে লেগেছিল এবং তারপর আমি জানি না কি হয়েছিল। তারপর আমি আমার চারপাশের লোকজনের সঙ্গে জেগে উঠলাম এবং আমার বুকে চাপ অনুভব করলাম। আমার শ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং আমি জেগে উঠলাম। এরপর আমি আমার চোখ খুললাম এবং আমার চারপাশে সবাইকে দেখলাম, আমি আসলে বুঝতে পারিনি কি হচ্ছে।'
এরিকসেন আরো বলেন, “এটা নিয়ে কী হয়েছে সে সময় আমার কোনো ধারণা ছিল না। পরে আমি ভাবতে থাকি, আমার পায়ে কিছু ঘটেছে? আমি কি আমার পিঠ ভেঙে ফেলেছি? আমি কি আমার পা উপরে তুলতে পারি? এই সব ছোট জিনিস ঘটেছে কি-না মনে করার চেষ্টা করছিলাম। এরপর অ্যাম্বুলেন্সে আমি কাউকে বলতে শুনেছিলাম 'সে কতক্ষণ বাইরে ছিল' এবং কেউ 'পাঁচ মিনিট' বলেছিল এবং আমি প্রথমবার শুনেছিলাম যে আমি অজ্ঞান ছিলাম।”