আইপিএলের নিলাম
সোয়া ৯ কোটিতে পাঞ্জাবে রাবাদা, কলকাতায় প্যাট কামিন্স
শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। নিলাম শুরু হওয়ার এক ঘণ্টা ৩০ মিনিটের মাথায় দল পেয়ে গেলেন শেখর ধাওয়ান, অশ্বিন, প্যাট কামিন্স ও কাগিসো রাবাদারা।
দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তাঁর ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি। সমান দুই কোটি রুপির ভিত্তিমূল্যতে নিলাম ওঠা প্যাট কামিন্সকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে ৭ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে কলকাতা।
নিউজিল্যান্ড তারকা ট্রেন্ট বোল্টকে আট কোটিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাঁরও ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।
তিন বিদেশি তারকার আগে শেখর ধাওয়ানকে আট কোটি ২৫ লাখে নিয়েছে পাঞ্জাব কিংস। আর ৫ কোটিতে অশ্বিনকে নিয়েছে পাঞ্জাব কিংস।