চড়া দামে শ্রেয়াসকে নিল কলকাতা, দিল্লিতে ওয়ার্নার
আইপিএলের নিলাম মানেই অর্থের ঝনঝনানি। প্রতি আসরে এই নিলামের দিকে মুখিয়ে থাকে ক্রিকেট ভক্তরা। এবার ১০ দলের আইপিএল হওয়ায় আরো জমে উঠেছে নিলাম। বেঙ্গালুরুতে শুরু হওয়া নিলামে চড়া দামে শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুই কোটির ভিত্তি মূল্যের শ্রেয়াসকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে বলিউড তারকা শাহরুখের দল কলকাতা।
৬ কোটি ২৫ লাখ রুপিতে মোহাম্মদ শামিকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটানস। বর্তমান বিপিএলে খেলা ফাফ দু প্লেসিও পেয়েছেন ভালো দাম। দুই কোটি ভিত্তিমূল্যের ফাফ দু প্লেসিকে সাত কোটি রুপিতে নিয়েছে বেঙ্গালুরু।
সমান ভিত্তিমূল্যর কুইন্টন ডি কককে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সমান দামে দিল্লি ভিড়িয়েছে ডেভিড ওয়ার্নারকে।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে ১০টি দল সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৮০ জন বিদেশি ক্রিকেটার এই নিলাম থেকে দল পেতে পারেন।
এবারের আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে নিতে পারবে। সেই হিসেবে মোট ২৫০ জন ক্রিকেটার দল পেতে পারেন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৩৩ জন ক্রিকেটারকে নিলামের আগেই দলে নিয়েছে। সুতরাং, সর্বোচ্চ ২১৭ জন ক্রিকেটার নিলাম থেকে দল খুঁজে পেতে পারেন।