সিঙ্গাপুরের ক্রিকেটারের দাম আট কোটি, অথচ দল পাননি সাকিব!
এবার আইপিএলে নিলামে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। কেউ যেমন অপ্রত্যাশিত দাম পেয়েছেন। কেউ আবার প্রত্যাশা অনুযায়ী দাম পাননি। অনেক তারকা আবার অবিক্রীত থেকে গেছেন। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশি তারকা সাকিব আল হাসানও অবিক্রীত থেকেছেন প্রথম দিনের নিলামে। আরেক তারকা মুস্তাফিজুর রহমানকে বেস প্রাইস দুই কোটি রুপিতে কিনেছে দিল্লি।
অথচ সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে সোয়া আট কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। তাঁর ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
অবশ্য এবারের নিলামে সাকিবকে নিয়ে দলগুলোর প্রত্যাশা অনেক থাকবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু নিলামের প্রথম দিন দেখা গেল উল্টো চিত্র। দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিয়ে নিলামের প্রথম দিনে কোনো দল আগ্রহ দেখায়নি। তাই এখনো অবিক্রীত বাংলাদেশি তারকা। তবে এখনো তাঁর দল পাওয়ার সুযোগ আছে। দলগুলো চাইলে এখনো নিতে পারবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আলোচনা হচ্ছে কেন সাকিব অবিক্রীত থেকে গেলেন। ধারণা করা হচ্ছে, পুরো আইপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে ছিল ফ্র্যাঞ্চাইজি গুলো। এটিই হতে পারে সাকিবের অবিক্রীত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরু আর শেষের দিকে বাংলাদেশ জাতীয় দলের দুটি সিরিজ রয়েছে। মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে খেলবে বাংলাদেশ। মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি শুরুর সম্ভাব্য তারিখ, ২৭ মার্চ। যদিও দল পেলে আইপিএলের শুরু থেকেই সাকিবের খেলার পথে কোনো বাধা রাখবে না বিসিবি।