বাপ্পি লাহিড়ির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
আজ বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাপ্পি লাহিড়ি ’৮০ ও ’৯০-এর দশকে ডিসকো ভিত্তিক সংগীতকে ভারতে জনপ্রিয় করে তোলেন।
আজ বুধবার সকালে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান বাপ্পি লাহিড়ি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।