সারের দাম বাড়ানোর প্রস্তাবনা এখনও পাইনি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সারের দাম বাড়ানো কিংবা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি। দাম বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে আমরা জানতে পারবো, ভর্তুকির পরিমাণ কেমন হবে।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
গত সোমবার সচিবালয়ে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সারের জন্য ভর্তুকি দিতে চলতি অর্থবছরে ২৮ হাজার কোটি টাকা লাগবে। এবার জাতীয় বাজেটে সারের জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরও প্রায় ১৯ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন। এ টাকার যোগান নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে।
কৃষিমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কৃষিমন্ত্রী কী বলেছেন তা আমার জানা নেই। আমাদের কাছে সারের দাম বাড়ানো কিংবা কমানোর কোনো প্রস্তাব আসেনি। অর্থ মন্ত্রণালয় সবসময় দেশের, সরকারের ও জনগণের অর্থ দেখাশোনা করে থাকে। অর্থনৈতিক ম্যানেজমেন্টের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। দিন শেষে অর্থ মন্ত্রণালয়কে বিভিন্ন উপায়ে অর্থের যোগান দিতে হয়। এভাবে ঘাটতি বাড়তে থাকলে, ঘাটতি পূরণের জন্য ব্যবস্থাও নিতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আনসার ভিডিপি ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ের সাহায্য সহযোগিতা চাচ্ছে। এ বিষয়ে আমরা এখনও চিঠি পাইনি। তাদের প্রস্তাব এলে সেটা যদি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিবেচনায় যথাযথ হয়, তাহলে অবশ্যই সেটা বিবেচনা করা হবে।