চার বছরে দেড় হাজার আত্মহত্যা ঠেকিয়েছে ৯৯৯
প্রায় চার বছরে এক হাজার ৪৯২টি আত্মহত্যা ঠেকিয়েছে ৯৯৯। আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আত্মহত্যার বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক তবারক উল্লাহ।
২০১৭ সালে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ বর্তমানে ৫০০ জনবল নিয়ে কাজ করছে। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯৯৯-এ প্রায় সাড়ে ৩ কোটি কল এসেছে। এর মধ্যে ১ কোটি ১৫ লাখ ফোন কলের সেবা দেওয়া হয়েছে, যা মোট কলের ৩৩ শতাংশ। এর মধ্যে ৭৮ ভাগ পুলিশি সেবা, ৯ ভাগ ফায়ার সার্ভিস এবং ১১ ভাগ অ্যাম্বুলেন্স-সংক্রান্ত সেবা।
অতিরিক্ত উপমহাপরিদর্শক তবারক উল্লাহ জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালুর পর থেকে গত প্রায় চার বছরে ফোনে সাড়া দিয়ে এক হাজার ৪৯২টি আত্মহত্যা ঠেকানো সম্ভব হয়েছে। এই চার বছরে ফোনকলে সাড়া দিয়ে আত্মহত্যা করেছেন এমন এক হাজার ১৩৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।