দায় পরিশোধ করতে ২৩০ কোটি টাকা লাগবে আলেশা মার্টের
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকদের টাকা পরিশোধ করা যাবে। আলেশা মার্টের কাছে ৮ হাজার গ্রাহক টাকা পান। গ্রাহকদের এ টাকা ফেরত দিতে ২৩০ কোটি টাকা ব্যবস্থা করতে হবে। আশা করছি ৩০ জুনের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলেশা মার্টের ১০ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা হস্তান্তর করা হয়।
মঞ্জুরুল আলম শিকদার বলেন, ২৩০ কোটি টাকা কোনো না কোনভাবে ম্যানেজ করতে হবে। আশা করছি খুব স্বল্পসময়ের মধ্যেই আমরা এটির সমাধান করে ফেলতে পারবো। শুধু গ্রেপ্তার করা কখনও সমাধান হতে পারে না। যদি ভুল করে থাকেন, তারাও মানুষ, তাদের ব্যবসায়িকভাবে সুযোগ দেওয়া উচিৎ। যে ব্যবসায়ীর টাকা দেশের মধ্যে থাকবে, সে ব্যবসায়ীকে গ্রেপ্তার করাটা ভালো যুক্তি হতে পারে। তাদের ভুল থাকলে সে ভুলগুলোকে সুধরে নেওয়ার জন্য সুযোগ দেওয়া উচিৎ।