করোনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে দুই হাজার ৫৮৪ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন, আর মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯৩১ জনের।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ নিয়ে দেশে মোট ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি ল্যাবে ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৬৯২টি।
মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী সাতজন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।
শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনায় একজন, রাজশাহীতে দুজন, সিলেটে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন সরকারি হাসপাতালে ও চারজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।