ব্রাহ্মণবাড়িয়ার রেলসেতুতে অগ্নিকাণ্ড, ৪০ মিনিট বন্ধ রেল চলাচল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আধা ঘণ্টার বেশি বন্ধ থাকে রেল চলাচল।
আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার নুরুন্নবী এনটিভি অনলাইনকে বলেন, ‘রাত আটটায় মুঠোফোনে এক ব্যক্তির মাধ্যমে শহীদ আবদুল হালিম রেলসেতুর অগ্নিকাণ্ডের কথা জানতে পারি। তাৎক্ষণিকভাবে আমি আশুগঞ্জ বিদ্যুৎ অফিস এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসকে জানানোর পর পরই তাঁরা রেলসেতুতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সঙ্গে ভৈরব নৌবাহিনীর ফায়ার ইউনিটও যুক্ত হয়। এরপর যৌথ প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।’
এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘ভৈরব নৌ ফায়ার সার্ভিস ও আমাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সেতুর ওপর বিদ্যুতের তার এবং ইন্টারনেটের তার এক হয়ে শট সার্কিটের ঘটনায় এ আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’
এ দিকে আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (বিক্রয়) অফিসের সহকারী প্রকৗশলী আবু জাফর এনটিভি অনলাইনকে বলেন, ‘সেতুতে আগুন লাগার খবর পেয়ে আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি।’