বিশ্বে করোনায় নতুন শনাক্ত ১৯ লাখ ২৫ হাজারের বেশি
বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৫ হাজার ৫১০ জন। কোভিডে মারা গেছেন আরও ১০ হাজার ২৬৬ জন। আর, নতুন করে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৮৭ হাজার ৭৬১ জন।
আজ শনিবার সকাল পৌনে ৮টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারস বলছে, শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে ব্রাজিলের নাম। এ সময়ে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে—দুই লাখ ৬ হাজার ৩৭ জন। লাখের ওপরে শনাক্তের দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে এক লাখ আট হাজার ৪৮০ জন, ব্রাজিলে এক লাখ ২২ হাজার ৭৪৮ জন, রাশিয়ায় এক লাখ ৮০ হাজার ৭১ জন এবং দক্ষিণ কোরিয়ায় এক লাখ নয় হাজার ৮২৮ জন।
শনাক্তে লাখ ছুঁই ছুঁই করছিল জাপান। সে দেশে শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ৬০৩ জন।