যে ভয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করতে চান ইংলিশ ক্রিকেটারের স্ত্রী!
এই কদিন আগে শেষ হয়েছে আইপিএলের নিলাম। সেই নিলামে ৭.৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন ইংলিশ ক্রিকেটার মার্ক উড। এত বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে তা যেন কম্পিউটার গেমের মতো অবাস্তব মনে হচ্ছিল তাঁর কছে। এই তারকা পেসার জানান, নিলামে বড় অঙ্কের পারিশ্রমিক ওঠার পরেই তাঁর স্ত্রী নাকি মজা করে বলেছিলেন সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, সেই টাকা যেন হাতছাড়া না হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমে গার্ডিয়ানকে উড বলেন, ‘কত টাকায় নেওয়া হচ্ছে, তা নিশ্চিত হওয়ার পর সারা (স্ত্রী) জানতে চায় যে কত পাউন্ড পাচ্ছি— আমাদের হয়ত সব অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, যাতে সেই অর্থ হাতছাড়া না হয়।’
ইংলিশ তারকা আরো বলেন, ‘তবে আমি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলাম। এটা যেন কম্পিউটার গেমের মতো মনে হচ্ছিল, প্রায় অবাস্তব মনে হচ্ছিল।’
এবারের আইপিএলে সাড়ে ৭ কোটি রুপিতে উডকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস।