আপনার জিজ্ঞাসা
মৃত্যুর পর বরই পাতা দিয়ে গোসল করানো হয় কেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মৃত্যুর পর বরই পাতা দিয়ে গোসল করানো হয় কেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মৃত্যুর পর বরই পাতা দিয়ে গোসল করানো হয় কেন?
উত্তর : আসলে বরই পাতার বিষয়টি এজন্য এসেছে যে, এর মধ্যে কিছু গুণগত দিক আছে, যেগুলো মানুষের পরিছন্নতার জন্য দরকার পড়ে। এ পাতার অ্যাকশনের কারণে যখন মৃত মানুষকে ধোয়া হয়, তখন সেটা দ্রুত নষ্ট হয় না। এ পাতার ভেষজ গুণ রয়েছে। এসব গুণের কারণে বরই পাতা ব্যবহার করা হয়। রাসুল (সা.)-এর সময়ে এত প্রযুক্তি ছিল না। তখন সব প্রাকৃতিক দিক ছিল। তাই, প্রাকৃতিক থেকেই বরই পাতা ব্যবহার করা হয়েছে। বর্তমানে অনেক গবেষণা করে দেখা গেছে—এ পাতা দিয়ে গোসল করা খুবই উপকারি। শুধু মৃত মানুষের জন্য নয়, জীবিত মানুষও এ পাতা দিয়ে গোসল করলে অনেক উপকার পেতে পারে। অ্যালার্জি থেকেও মুক্তি পাবে।