ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের ১১ ইউনিট কমিটির অনুমোদন
ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের ১১ ইউনিট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি । গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এবং ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের যৌথ সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলার ১১টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ইউনিট কমিটির মধ্যে শাহরিয়ার আহমেদ সেলিমকে আহ্বায়ক ও জাহিদ মোহাম্মদ খান শিমুলকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কোতোয়ালী থানা কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া রফিকুল হাসান জনিকে আহ্বায়ক ও সাঈদ উজ জামানকে সদস্য সচিব করে মুক্তাগাছা উপজেলা কমিটি, এসএম আসাদ আলী হিরনকে আহ্বায়ক ও মনিরুজ্জামান পরাগকে সদস্য সচিব করে মুক্তাগাছা পৌর কমিটি, মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও আজহারুল ইসলামকে সদস্য সচিব করে ত্রিশাল উপজেলা কমিটি, সেলিম পারভেজকে আহ্বায়ক ও বাবুল আহমেদ বাবুকে সদস্য সচিব করে ত্রিশাল পৌর কমিটি, শফিকুল ইসলামকে আহ্বায়ক ও কুদরত-ই-কামাল উজ্জ্বলকে সদস্য সচিব করে ফুলবাড়ীয়া উপজেলা কমিটি, সেলিম মিয়াকে আহ্বায়ক ও আলাল আহম্মেদকে সদস্য সচিব করে ফুলবাড়ীয়া পৌর কমিটি, মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক, মুখলেছুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে পাগলা থানা কমিটি, মাহবুবুল ইসলাম ইমনকে আহ্বায়ক ও আজহারুল ইসলাম রিজভীকে সদস্য সচিব করে গফরগাঁও পৌর কমিটি, আসাদউল্লাহ চৌধুরী ধ্রুবকে আহ্বায়ক ও তোজাম্মেল হক বকুলকে সদস্য সচিব করে ভালুকা উপজেলা কমিটি এবং মোহাম্মদ আবুল বাশার মণ্ডলকে আহ্বায়ক ও ডা. মো. মাহাবুবুল আলমকে সদস্য সচিব করে ভালুকা পৌর কমিটি গঠন করা হয়।