ঢাকা বার নির্বাচন : প্রথম দিনের ভোটগ্রহণ শেষ
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২২-২৩ বর্ষের কার্যকরী পরিষদের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে। আগামীকাল বৃহস্পতিবার আবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ শুরু হবে। এরপরে শুক্রবার গণনা শুরু হবে। গণনা শেষে এই ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ এনটিভি অনলাইনকে বলেন, আজ প্রথম দিন ৪ হাজার ৫৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের ২০২২-২৩ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
এ ছাড়া এবারের নির্বাচনে মোট ১৯ হাজার ৮৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে দুজন স্বতন্ত্র প্রার্থীও অংশ নিচ্ছেন বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ ।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু।
সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, লাইব্রেরি সম্পাদক পদে ইফফাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।
সদস্য পদে প্রার্থী আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ, মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. রাকিবুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও সুলতা রোজারিও।
এ ছাড়া নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোছা. নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা।
নীল দলের সদস্যপদে রয়েছেন— সোহেল উদ্দিন রানা, মুক্তি বেগম, রুবিনা আক্তার, ফয়সাল কবির, মো. মাহফুজার রহমান, মোজাম্মেল হক, ফরিদুল হাসান, মো. মশিউর রহমান, মো. আনোয়ার হোসেন চাঁদ, রেজাউল হক রিয়াজ ও মো. মোজাহিদুল ইসলাম।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহিদুল্লাহ সাধারণ সম্পাদক পদে এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু। এ ছাড়া কমিশনার হিসেবে রয়েছেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়শনের সিনিয়র সহ-সভাপতি রায়হান মোর্শেদ, অ্যাডভোকেট কাজী আবদুস সেলিম, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুর রহমান খান, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান মনির, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম শামীম, অ্যাডভোকেট মো. মতিউর রহমান ভূঞা, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শহীদ গাজী ও মোহাম্মদ জহিরুল ইসলাম (কাইয়ুম)।