মাদ্রিদে ধাক্কা খেল রোনালদোর ম্যানইউ
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগটা ভালো যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের। স্পেনের ক্লাব অ্যাথলেটিকোর বিপক্ষে হারের শঙ্কায় পড়ে যাওয়া ম্যানইউ শেষ দিকে গোল করে কোনো মতে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।
অ্যাথল্যাটিকো মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করে ম্যানইউ। অ্যাথলেটিকোকে প্রথমে লিড এনে দেন জোয়াও ফেলিক্স। এরপর শেষ দিকে এন্থনি এলেঙ্গা গোল করলে হার এড়াতে পারে ম্যানইউ।
তবে প্রতিপক্ষের মাঠে শেষ দিকের এই গোলটি ত্রাতা হতে পারে ম্যানইউর। এখন নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ভালো করতে পারলেই পরের রাউন্ডের টিকেট পেতে পারে ম্যানইউ।
গতকালের ম্যাচটিতে সপ্তম মিনিটেই লিড পেয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। বাঁ দিক থেকে রেনান লোদির ক্রসে ডি-বক্সে শরীরটা শূন্য ভাসিয়ে ফেলিক্সের ডাইভিং হেডে এগিয়ে যায় স্বাগতিক দল।
এরপর শেষ দিকে ৮০ তম মিনিটে স্বস্তি ফেরে ম্যানইউ শিবিরে। ম্যাচের ৭৫তম মিনিটে মার্কাশ র্যাশফোর্ডের বদলি হিসেবে নামেন এলেঙ্গা। মাঠে নামার ৫ মিনিট পর স্কোরলাইন ১-১ করেন তিনি। ফের্নান্দেসের থ্রু ডি-বক্সে পেয়ে দলকে সমতায় ফেরান এই সুইডিশ ফরোয়ার্ড।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে গতকাল বুধবার দিনের আরেক ম্যাচে বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।