বশেমুরবিপ্রবি’র ছাত্রী ধর্ষণ : বরিশাল বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে দলগত ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা মুনতাজ এনটিভি অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলগত ধর্ষণের ঘটনায় আমরা আতঙ্কিত। স্বাধীন দেশে আমাদের নিরাপত্তা নেই, ভাবতেই খারাপ লাগে।‘
এ শিক্ষার্থী আরও বলেন, ‘পড়াশোনা করতে গিয়ে যদি এমন নির্যাতনের শিকার হতে হয়, তাহলে আমরা কোথায় যাব? অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আনা হোক—আমরা সেটাই চাই। এজন্যই আমাদের এ মশাল মিছিল।’
মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, অদিতি সপ্তর্ষী, রাকিব মাহামুদ, সুমাইয়া আফরিন প্রমুখ অংশগ্রহণ করেন।