গর্ভবতী মায়ের কত বার চেকআপ জরুরি
অন্তঃসত্ত্বা হওয়ার পরে প্রত্যেক নারীর ডাক্তারের পরামর্শে থাকা উচিত। গর্ভবতী মায়ের কত বার চেকআপ জরুরি, আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ সম্পর্কে কথা বলেছেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. জেবুন্নেছা বেগম বলেন, মা যখন বুঝতে পারবে সে প্রেগন্যান্ট, সে সাথে সাথে আমাদের কাছে চলে আসবে। কিন্তু যদি বুঝতে না পারে, তাহলে যখন বুঝবে তখনই আসবে। এটার পর থেকে সে প্রতি মাসে একবার করে চেকআপ করাবে। এটা হচ্ছে একটা আইডিয়াল অবস্থা।
কিন্তু সবার সোশিও-ইকোনমিক্যাল কন্ডিশন এক থাকে না বা ফ্যাসিলিটি এক থাকে না। সেসব ক্ষেত্রে আমাদের ডব্লিউএইচওর যে প্রটোকল, সেটা হচ্ছে মিনিমাম চারটা ফলোআপে আসতে হবে। একটা হচ্ছে ১৬ সপ্তাহের আগে একবার। তার পরে ২৮ সপ্তাহে একবার। ২৮ সপ্তাহের ভেতরে যে কোনও সময় একবার আসতেই হবে।
তার পর ৩২ সপ্তাহের মধ্যে একবার আসতে হবে, ৩৬ সপ্তাহে আসবে। আর তার পরে তো আসবেই। মিনিমাম চার বার চেকআপে আসতে হবে।