রাশিয়ার সঙ্গে বেলারুশে বৈঠকের প্রস্তাব ফেরালেন জেলেনস্কি
বেলারুশে আলোচনায় বসার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে, অন্য কোনো শহরে আলোচনায় বসতে আপত্তি নেই তাঁর। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যদি বেলারুশ থেকে ইউক্রেনে আক্রমণ না চালাতো, তাহলে দেশটির রাজধানী মিনস্কে আলোচনা করা সম্ভব ছিল।’
এ ছাড়া জেলেনস্কি বলেন, ‘অবশ্যই আমরা শান্তি চাই, আমরা সাক্ষাৎ করতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু—আমরা রশদের কাছে এসব শহরে আলোচনার প্রস্তাব করেছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘অন্য যেকোনো শহরে আমাদের না নেই—এমন একটি দেশ হতে হবে, যার ভূখণ্ড থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে না। এটিই একমাত্র পথ, যার মাধ্যমে সততার সঙ্গে আলোচনা হতে পারে এবং সত্যিই যুদ্ধের অবসান হতে পারে।’
এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে।