আবারও জয়ের নায়িকা অপু বিশ্বাস
‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার কাজ শেষ হতেই নতুন আরও একটি সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।
এবারের সিনেমার নাম ‘ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি’। পরিচালনা করছেন দ্বীন ইসলাম।
এনটিভি অনলাইনকে এই খবর নিশ্চিত করে সিনেমাটির নায়ক জয় চৌধুরী জানিয়েছেন, অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের এই সিনেমার শুট আগামীকাল থেকে এফডিসিতে শুরু হবে। বিভিন্ন লোকেশনে শুট চলবে ১৫ মার্চ পর্যন্ত।
অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’; এই ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে।