আপনার জিজ্ঞাসা
নারীর পর্দার ব্যাপারে ইসলাম কী বলেছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১০তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানাডা থেকে শাহআলম জানতে চেয়েছেন, নারীর পর্দার ব্যাপারে ইসলাম কী বলেছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নারীর পর্দার ব্যাপারে ইসলাম কী বলেছে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা জানি, কোরআনে আল্লাহতায়ালা সুরা নুরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। হিজাবের বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলআমিন বলেছেন, নারীর জন্য বৈধ নয় যে, তারা তাদের সৌন্দর্য বাইরে প্রকাশ করবে। অন্যদের কাছে সৌন্দর্য দেখাবে। কেবল ইচ্ছার বাইরে হলে বা বাধ্যতামূলক কোনো কাজ হলে কিছুটা প্রকাশিত হতে পারে। সেগুলো ছাড়া বাকি সৌন্দর্য তারা প্রকাশ করবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, নারীর কাছে কিছু চাইতে হলে, অবশ্যই সেটা পর্দার বাইরে থেকে চাইবে। মানে, নারীকে পর্দার ভেতরে থাকার কথা বলো হয়েছে। মানে, নারী পুরুষের সামনে আসতে হলে পর্দা করে আসবে। সে নিজেকে ঢেকে আসবে। গাউন দিয়ে তারা অবয়ব পরিপূর্ণভাবে আবৃত করবে। যাতে করে বোঝা যাবে যে, তারা মুসলিম নারী। পর্দা দিয়েই তাদের প্রকৃত পরিচয় পাওয়া যাবে। যেহেতু মুসলিম নারীর সম্মানের বিষয়টি পর্দার সঙ্গে জড়িত, সেহেতু এটি মানা উচিত। সুতরাং পর্দা তথা হিজাব নিয়ে ইসলামে স্পষ্ট বলা হয়েছে।