মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ
রাজধানীর মালিবাগে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়ায় গতকাল বুধবার দিবাগত রাতে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, নাদের আলী ও মো. নূরনবী। বিস্ফোরণের পর তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহত হেলাল উদ্দিনের ৮৫ শতাংশ, সিদ্দিকুর রহমানের ৫২ শতাংশ, নাদের আলীর ৪৩ শতাংশ ও মো. নূরনবীর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তবে, শরীরের ১২ শতাংশ দগ্ধ হওয়ায় ইউসুফ আলী নামের আরেকজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডা. আইউব।