বলকে কথা বলাতে পারতেন ওয়ার্ন, ইশারায় নাচতো বল
শেন ওয়ার্নকে বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র বললে ভুল বলা হবে না। শুধু নিজের দেশকেই সাফল্যের শিখরে নিয়ে যাননি, নিজের দক্ষতা দিয়ে ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তাঁর বোলিং এবং সাফল্য আজও অনুপ্রাণিত করে অসংখ্য ক্রিকেটারদের। জনশ্রুতি আছে বলকে কথা বলাতে পারতেন ওয়ার্ন। তাঁর ইশারায় নাচতো বল, প্রাণহীন গোলক বস্তুটির মধ্যে কিভাবে প্রাণের সঞ্চার করতে হয়, তা খুব ভালো মতো জানতেন ওয়ার্ন।
এই ক্ষমতা খুব কম স্পিনারেরই ছিল। আধুনিক ক্রিকেটে অনেক তারকা থাকলেও তাঁরা কেউই ওয়ার্নের রেকর্ডের ধারে-কাছে নেই। গতকাল শনিবার হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি তারকা। এক নজরে দেখে নিন ওয়ার্নের অনন্য কিছু রেকর্ড :
অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি
টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন। অবশ্য এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার উইকেট সংগ্রহকরা দ্বিতীয় বোলার তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন।
এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ড
৩৭ বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। ওয়ানডে ক্রিকেটে এক বার এই রেকর্ড গড়়েন। মোট ৩৮ বার এক ইনিংসে পাঁচ উইকেট তিনি নিয়েছেন তিনি।
লেগ স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট সংগ্রহ
লেগ স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি শেন ওয়ার্ন।
প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭০০ উইকেট
শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরণ সর্বোচ্চ উইকেট শিকারি হলেও প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০ টেস্ট উইকেট সংগ্রহ করেন শেন ওয়ার্ন। ২০০৬ অ্যাশেজের চতুর্থ টেস্টে মেলবোর্নে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
কোচ-অধিনায়ক হিসেবে শিরোপা জয়
আইপিএলের প্রথম সংস্করণে রাজস্থান রয়্যালসের কোচ এবং অধিনায়ক দুটি দায়িত্ব সামলেছিলেন শেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বে এবং কোচিংয়ে ২০০৮ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ড এখন পর্যন্ত রয়েছে ওয়ার্নারের দখলে।