ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী : যুক্তরাষ্ট্র
আজ সোমবার ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ১২তম দিন। ইউক্রেনে অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৬০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার দাবি, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি যুদ্ধ পরিচালনায় রাশিয়ার যে সক্ষমতা রয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ইউক্রেনে জড়ো করতে পেরেছে দেশটি। খবর সিএনএন ও ওয়াশিংটন পোস্টের।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেন, গতকাল রোববার খারসন ও মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষণে দেখা গেছে রুশ বাহিনী এখনো কিয়েভ, খারকিভ, চেরনিহিভ ও মারিওপোল ঘিরে ফেলার চেষ্টা করছে।
তবে ইউক্রেন বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলায় আক্রমণের গতি কমেছে বলে দাবি করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভ অভিমুখে থাকা প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ বহরটি স্থবির হয়ে রয়েছে। এ বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে, সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কিয়েভের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১৬ মাইল দূরে এর অবস্থান ছিল।
কিয়েভের আকাশসীমায় লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশই আকাশপথে শক্তি বাড়াচ্ছে।