আপনার জিজ্ঞাসা
রোজা থাকা অবস্থায় সহবাস করে ফেললে কী করতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় সহবাস করে ফেললে কী করতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রোজা থাকা অবস্থায় সহবাস করে ফেললে কী করতে হবে? এ ক্ষেত্রে কি ৬০ জন মিসকিন খাওয়াতে হবে, নাকি ৬০টি রোজা রাখতে হবে?
উত্তর : রোজা থাকা অবস্থায় এমনটা হলে আপনাদের দুজনেরই খাওয়াতে হবে। প্রতিজনের জন্য ৬০ জন করে মোট ১২০ জন মিসকিনকে এক বেলা খাওয়াতে হবে। দুজনের পক্ষ থেকেই খাওয়াতে হবে। একজন খাওয়ালে হবে না। যেহেতু রমজান মাসে হরমত নষ্ট করছেন আপনারা, তাই আপনাদের কমপক্ষে ১২০ জনকে খাওয়াতেই হবে। সেই সঙ্গে দুজনকেই আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।