আপনার জিজ্ঞাসা
ফরজ গোসল দেরি হয়ে গেলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭২২তম পর্বে টেলিফোনের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, ফরজ গোসল দেরি হয়ে গেলে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ফরজ গোসল দেরি হয়ে গেলে কী করণীয়?
উত্তর : আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলে দেরি করা নিয়ে। খবরদার ফরজ গোসল নিয়ে দেরি করবেন না। এটি মোটেই উচিত নয়। ফরজ গোসলে দেরি করবেন না। ফরজ গোসল সঙ্গে সঙ্গে করাটা উত্তম। রাসুল (সা.)-এর আদেশ হলো— ফরজ গোসল সঙ্গে সঙ্গে করা। কারণবশত দেরি করা যায়, তবে সঙ্গে সঙ্গে করাটা উত্তম। আমাদের অনেকেই এটাতে দেরি করেন। বিশেষ করে নারীরা এ ক্ষেত্রে কিছুটা উদাসীন। এটা মোটেও উচিত নয়। ফরজ গোসল দেরিতে করা জায়েজ হলেও দেরি করবেন না। জায়েজ মানে, না করাটা উত্তম নয়। আপনি অযথা দেরি করলে গুনাহ হতে পারে। কোনো কারণে দেরি হলেও অজু করে নেবেন অবশ্যই। অজু করলে পবিত্র হবেন না, তবুও এক প্রকারের ছোট তাহারাত হিসেবে ধরতে পারবেন। তবে, কোনো কারণ না থাকলে অবশ্যই ফরজ গোসল করে নেবেন।