প্রথম দিনে নায়ক সেঞ্চুরিয়ান খাজা
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে প্রথম দিন শেষে তিন উইকেটে ২৫১ রান করে অস্ট্রেলিয়া। খাজা ১২৭ রানে অপরাজিত আছেন। হাফসেঞ্চুরি তুলে দিনের খেলা শেষ হওয়ার সাত বল আগে আউট হন ৭২ রান করা স্টিভেন স্মিথ।
আজ শনিবার করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলকে ভালো শুরু এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও খাজা। ১৮ ওভারে ৮২ রান যোগ করেন তারা। সেখানে ৩৬ রান অবদান ছিল ওয়ার্নারের। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। আউট হওয়ার আগে ৪৮ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
ওয়ার্নারের বিদায়ে উইকেট আসেন মার্নাস লাবুশেন। রানের খাতা খোলার আগেই লাবুশেন রান আউট হলে ৯১ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ক্রিজে খাজার সঙ্গী হন স্মিথ। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সাবধানে খেলতে থাকেন খাজা ও স্মিথ। স্কোর বোর্ডে ১০০ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যায় তারা।
দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি তুলে নেন খাজা। তাঁর ৮৬ রানের সুবাদে দুই উইকেটে ১৭২ রান তুলে চা-বিরতিতে যায় অস্ট্রেলিয়া। দিনের তৃতীয় সেশনে ৪৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১তম ও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি পান রাওয়ালডিন্ডিতে ৯৭ করা খাজা। এজন্য ১৯৩ বল লাগে তাঁর।
খাজার সেঞ্চুরির ঠিক আগ মুহূর্তে টেস্ট ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরিতে পা রাখেন স্মিথ। উইকেটে সেট হয়ে যাওয়ায় দিনের শেষভাগ পর্যন্ত খেলার পথেই হাটছিলেন স্মিথ ও খাজা। কিন্তু দিনের ৮৮ দশমিক পঞ্চম বলে স্মিথকে আউট করেন পাকিস্তানের পেসার হাসান আলী। সাতটি চারে ২১৪ বলে ৭২ রান করেন স্মিথ। তৃতীয় উইকেটে ৪০৯ বলে ১৫৯ রানের জুটি গড়েন খাজা ও স্মিথ।
দিনের শেষ ৭ বল নাইটওয়াচম্যান নাথান লিয়নকে নিয়ে কাটিয়ে দেন খাজা। ২৬৬ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১২৭ রানে অপরাজিত আছেন খাজা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২৫১/৩, ৯০ ওভার (খাজা ১২৭*, স্মিথ ৭২, হাসান ১/৩১)।