দক্ষিণ আফ্রিকায় সাফল্যে আশাবাদী সাকিব
সব নাটকের অবসান হয়েছে আগেরদিনই। গতকাল শনিবার নিশ্চিত হয়েছে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। আজ রোববার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে খেলতে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে আশাবাদের কথা শুনিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আজ রোববার রাত ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব। তার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের সঙ্গে থাকাটা সব সময়ই স্বস্তির। ভালো ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। আশা করছি সামনেও থাকবে সেটা। দলের সঙ্গে থাকাটাই আনন্দের।’
দক্ষিণ আফ্রিকায় সাফল্যে আশাবাদী এই তারকা অলরাউন্ডার বলেন, ‘কে না চায়, আমিও ড্রাইভিং সিটে থাকতে চাই। আমি সব সময়ই দলের সাপোর্ট পাই। এবারও আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব তার প্রতিদান দিতে। সাফল্য পেতে।’
সাকিব আরো বলেন, ‘আমি চাই অন্তত একটি ম্যাচ জিততে। আর সেটা যদি হয়, খুব ভালো হবে। আমার ধারণা পুরো দলেরই লক্ষ্য থাকবে সাফল্য পাওয়া।’
আগামী শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের আগে মাত্র চার দিন অনুশীলন নেওয়ার সুযোগ পাবেন ওয়ানডে দলের সদস্যরা। দেরিতে যাওয়ায় সাকিব অনুশীলনের সুযোগ পাবেন আরো কম। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।