অতিরিক্ত মদ্যপানের অভিযোগ
অসুস্থ হয়ে রিহ্যাব সেন্টারে ভর্তির পর যুবকের মৃত্যু
নাটোরে মাদক সেবনে হরিশপুর এলাকার বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সদর থানা পুলিশ জানিয়েছে, রোববার রাত ৯টার দিকে মদ্যপ অবস্থায় সবুজ নামের এক যুবককে স্থানীয় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) নিয়ে আসেন তাঁর বন্ধুরা। পরে সবুজের অবস্থার অবনতি হলে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন রিহ্যাবের কাউন্সিলর আনোয়ার হোসেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মুনসুর রহমান জানান, অতিরিক্ত মদ্যপানে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।