হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ বাংলাদেশের
বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ অনুরোধ জানান। আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ করেছি। আমাদের আশা, শতভাগ ভিসা অনুমোদন হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে, মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। বৈঠকে এটি নিয়ে আলোচনা হয়েছে। কোটা কেন পূরণ হয় না, সেটা আমাদের দেখতে হবে।’
এ কে আব্দুল মোমেন বলেন, ‘সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।’