আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগ সরকার দক্ষ সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
সাভারের লালটেক এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ শেষে আজ বুধবার দুপুরে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী আরও বলেন, লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির উদ্যোগে এ শিক্ষাসামগ্রী বিতরণ করার আয়োজন করা হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে।
বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কবি আসলাম সানী, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সিআরপির নির্বাহী পরিচালক সোহরাব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।