মাশরাফীকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সাকিবের সামনে
দুজনেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের কথা বলা হচ্ছে। নড়াইল এক্সপ্রেস এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে গেছেন। সাকিব আল হাসান জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকা সফরের দলে রয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
কাল শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামলে মাশরাফীকে টপকে যাবেন সাকিব। দেশের হয়ে এখন পর্যন্ত সমান ২১৮টি করে ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক।
অবশ্য মাশরাফী আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২২০টি। তবে বাংলাদেশের জার্সিতে ২১৮টি। দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের পক্ষে।
দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২৩০টি। দ্বিতীয় স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার।
কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।