বাজেট ১৫ কোটি, ৮ দিনে উঠল ১১৮ কোটি!
১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা বক্স অফিসে শাসন জারি অব্যাহত রেখেছে।
বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ মুক্তির পরেও বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এ সিনেমা অষ্টম দিনে সংগ্রহ করেছে ১৮.৫০ থেকে ২০.৫০ কোটি রুপি (দ্বিতীয় শুক্রবার)। মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৮ কোটি রুপির বেশি।
বলিউড বাবলের খবর, গত ১১ মার্চ মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রথম দিন সংগ্রহ করে তিন কোটি ২৫ লাখ। এর পর প্রতিদিনই সংগ্রহ বাড়ছে। দ্বিতীয় দিন প্রায় আট কোটি ২৫ লাখ, তৃতীয় দিন ১৫ কোটি, চতুর্থ দিন ১৫ কোটি, পঞ্চম দিন ১৭ কোটি ৭৫ লাখ, ষষ্ঠ দিন ১৮ কোটি ২৫ লাখ ও সপ্তম দিন ১৮ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। সাত দিনে মোট সংগ্রহ ৯৫ কোটি ৫০ লাখ রুপি। বক্স অফিস ইন্ডিয়া বলছে, সাত দিনে এ সিনেমা সংগ্রহ করেছে ৯৫-৯৬ কোটি রুপি (নেট)।
বলিউড হাঙ্গামা প্রতিবেদনে জানিয়েছে, যদি সাপ্তাহিক ছুটির দিন রোববার ২৫ কোটি রুপি সংগ্রহ করতে পারে, ১০ দিনে ১৬০ কোটি রুপির বেশি সংগ্রহ হবে। এ সিনেমার বাজেট মাত্র ১৫ কোটি রুপি।
সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি। কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়ার গল্প উঠে এসেছে সিনেমায়।