ওমানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
এশিয়ান হকি ফেডারেশন কাপে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। টানা চতুর্থবার আসরের শিরোপা জিতেছে লাল-সবুজের দল।
আজ রোববার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে বাংলাদেশ। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিল।
টুর্নামেন্টে ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম হিটে গোল করেন ফরহাদ আহমেদ। দ্বিতীয় হিটে সোহানুর, রোমান সরকার তৃতীয়, চতুর্থ নাঈম ও শেষ হিটে পুষ্কর খিসা মিমো গোল করে দলকে জয়ের উল্লাসে মাতান।
এর আগে ম্যাচের নির্ধারিত সময়ে বাংলাদেশের পক্ষে সোহানুর রহমান সবুজ এবং ওমানের পক্ষে আল ফাহাদ একটি করে গোল করেন।
২০১৬ সালে বাংলাদেশ ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এর আগের ২০০৮ সালে ৬-১ গোলে এবং ২০১২ সালে ৬-৩ গোলে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল।
সেরা দুই দল আগামী মে মাসে জাকার্তায় অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলবে। সেরা পাঁচ দল খেলবে চীনে অনুষ্ঠেয়ে এশিয়ান গেমসে।